Shah Rukh Khan, PM Modi (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ জুন: মার্কিন মুলুকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) স্বাগত জানানো হয়, তখন ছঁইয়া ছঁইয়া গান শোনা যায়। শাহরুখ খান (Shah Rukh Khan) কি এ বিষয়ে কিছু বলতে চান? AskSRK হ্যাশট্যাগ দিয়ে এমন প্রশ্নই করা হয় শাহরুখ খানকে।  অনুরাগীর তরফে শাহরুখকে এমন প্রশ্ন করা হলে, তিনিও বেশ মজা করেই তার উত্তর দেন।  শাহরুখ বলেন, তিনি যদি ওই সময় সেখান থাকতে পারতেন। যদি ছঁইয়া ছঁইয়ার ধুনে তিনি নাচতে পারতেন বলে ইচ্ছা প্রকাশ করা হয় কিং খানের তরফে। তিনি নাচতে চাইলেও, তাঁকে ওই সময় ওই জায়গায় প্রবেশের অনুমতি দেওয়া হত না বলেই মনে করেন বলেও মন্তব্য করা হয় শাহরুখের তরফে।

 

প্রসঙ্গত AskSRK  শুরু হলে, অনুরাগীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাহরুখ খানকে। অভিনেতাও বেশ মজার ছলেই ভক্তদের একের পর এক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন ক্রমাগত।