মুম্বই, ১৯ অক্টোবর: ছেলের গ্রেফতারির পর শাহরুখ খান (Shah Rukh Khan) এক্কেবারে ভেঙে পড়েছেন। অসহায় বাবার মতোই ভেঙে পড়েছেন কিং খান। ডায়েট মেনে চলা তো দূরে থাক, প্রয়োজনীয় খাবারটুকুও যেন খেতে পারছেন না শাহরুখ। ফলে এই মুহূর্তে কারও সঙ্গে দেখাও করছেন না শাহরুখ। প্রয়োজনীয় কথা সারছেন মোবাইল ফোনের মাধ্যমে। পাশাপাশি এই কঠিন সময়ে তিনি কারও সঙ্গে দেখা করতে চান না। একার মতোই থকাতে চান। সেই কারণে বন্ধুদের বাড়িতে যেতে নিষেধ করে দিচ্ছেন শাহরুখ। এমনই রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে আসে।
শাহরুখ যেমন কঠিন সময়ে ভেঙে পড়েছেন, তেমনি গৌরী খানেরও (Gauri Khan) একই অবস্থা। আরিয়ান (Aryan Khan) বাড়িতে না ফেরা পর্যন্ত গৌরী মিষ্টি ছুঁয়ে দেখবেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলার ঘটনায় 'লাভ' খুঁজছে বিজেপি, আক্রমণ কুণালের
সম্প্রতি মন্নতের (Mannat) এক কর্মী ক্ষীর তৈরি করছিলেন। গৌরীর কানে সেই খবর পৌঁছনো মাত্রই তিনি তা বন্ধ করে দেন। ছেলে বাড়িতে না ফেরা পর্যন্ত মন্নতে কোনও ক্ষীর কেন, কোনও মিষ্টি তৈরি করা হবে না। তিনি নিজেও মিষ্টি জাতীয় কোনও খাবার মুখে তুলবেন না বলে জানিয়ে দেন গৌরী খান।