Aryan Khan Drug Case: আজও মিলল না জামিন, জেলেই থাকছেন শাহরুখ তনয় আরিয়ান খান
Shahrukh Khan, Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ২০ অক্টোবর:  বুধবারও জামিন পেলেন না আরিয়ান খান (Aryan Khan)। মুম্বইয়ের (Mumbai) বিশেষ এনডিপিএস আদালতের তরফে আজও জামিন খারিজ করা হয় শাহরুখ পুত্রের। আরিয়ানের পাশাপাশি মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টের জামিনও খারিজ করে আদালত।

 

গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। গোয়াগামী (Goa) প্রমোদতরীর রেভ পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ানের গ্রেফতারির পর তোলপাড় শুরু হয়ে যায় গোটা বলিউড জুড়ে। ভেঙে পড়েন এসআরকে নিজেও।

আরিয়ানের গ্রেফতারির পর শাহরুখ খান (Shah Rukh Khan) এক্কেবারে ভেঙে পড়েন। অসহায় বাবার মতোই ভেঙে পড়েন কিং খান।  ডায়েট মেনে চলা তো দূরে থাক, প্রয়োজনীয় খাবারটুকুও যেন খেতে পারছেন না শাহরুখ। ফলে এই মুহূর্তে কারও সঙ্গে দেখাও করছেন না শাহরুখ। প্রয়োজনীয় কথা সারছেন মোবাইল ফোনের মাধ্যমে। পাশাপাশি এই কঠিন সময়ে তিনি কারও সঙ্গে দেখা করতে চান না। একার মতোই থকাতে চান। সেই কারণে বন্ধুদের বাড়িতে যেতে নিষেধ করে দিচ্ছেন শাহরুখ। এমনই রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে আসে। যা শুনে কার্যত চোখে জল এসে যায় শহরুখ অনুরাগীদের।