Arjun Kapoor, Malaika Arora (Photo Credit: Instagram)

মালাইকা অরোরার জন্মদিনে ভালবাসার মানুষকে আগলে রাখলেন অর্জুন কাপুর। মালাইকার জন্মদিনে বিশেষ পোস্ট শেয়ার করলেন অর্জুন। যেখানে মাল্লার সঙ্গে যেমন ছবি  শেয়ার করেন অর্জুন, তেমনি ভালাবাসার বার্তাও দেন। অর্জুনের জীবনে হাসি, আলো নিয়ে এসেছেন মালাইকা। এমন মন্তব্য করেন অভিনেতা। সেই সঙ্গে অর্জুন সব সময় মালাইকার জীবনের মেরুদণ্ড হয়ে থাকতে চান বলেও জানান। মাল্লার জন্মদিনে অর্জুনের এমন ভালবাসার পোস্ট দেখে আপ্লুত নেটিজেনরা। দেখুন...

 

 

View this post on Instagram