মুম্বই, ৪ ডিসেম্বরঃ মুক্তি পেয়েছে বাবিল খান (Babil Khan) এবং তৃপ্তি দিমড়ি (Tripti Dimri) অভিনীত সাইকোলজিক্যল ড্রামা ‘কালা’ (Qala)। মুক্তির পর থেকে দর্শকমহল থেকে শুরু করে সমালোচকমহল সকল স্তরেই প্রশংসা কুড়িয়েছে ছবি। তবে ছবির কাহিনী বাদে আরও এক জিনিস যা দর্শকদের আকর্ষক করেছে তা হল ক্যামিও চরিত্রে অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ছবির গান ‘ঘোড়ে পে সাওয়ার’ (Ghode Pe Saawar) এ দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে। ১৯৪০ দশকের সেই সাদা কালো স্মৃতিচারিত হয়েছে এই গানের মধ্যে দিয়ে।
দেখুনঃ
this anushka sharma cameo made my day. pic.twitter.com/eD3qEID6Th
— ash (@sabrannnn) December 3, 2022
১ নভেম্বর নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে আনভিতা দত্ত পরিচালিত ছবি ‘কালা’ (Qala)। প্রয়াত অভিনেতা ইরফান খানের (Irfan Khan) পুত্র বাবিল খান (Babil Khan) অভিনীত প্রথম ছবি এটি। ছবির গানে অনুষ্কা শর্মার ক্যামিও আপ্লূত করেছে দর্শকদের। নায়িকার কয়েক মিনিটের দর্শন যেন অন্য মোড় দিয়েছে ‘কালা’কে (Qala)। ছবির প্রযোজনা করেছেন অনুষ্কার শর্মার ভাই কর্নেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। এই সংস্থাটি অনুষ্কা এবং কর্নেশ একসঙ্গে শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে অনুষ্কা সংস্থা থেকে নিজেকে সরিয়ে নেন।