মুম্বই, ২৮ নভেম্বর: ফের অনন্যা পান্ডের (Ananya Panday) দিক থেকে মুখ ফেরালেন আরিয়ান খান (Aryan Khan)। এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। যেখানে আরিয়ান খানের সঙ্গে অনন্যা পান্ডে কথা বলতে গেলেও, তাঁর দিক থেকে মুখ ফেরান শাহরুখ পুত্র। মুম্বইয়ের (Mumbai) জুহুতে (Juhu) একটি পার্টিতে হাজির হন আরিয়ান কান এবং অনন্যা পান্ডে দুজনই। তবে অনন্যাকে দেখা সত্ত্বেও বন্ধুর দিক থেকে মুখ ঘোরান আরিয়ান খান। কয়েক বছর ধরে একে অপরের বন্ধু হলেও কেন আরিয়ান, অনন্যা দুজন দুজনকে দেখেও কথা বললেন না, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Aryan Khan: ক্যাটরিনার বোন ইসাবেলার সঙ্গে আরিয়ানের পার্টি, ভাইরাল শাহরুখ-পুত্রের ছবি
View this post on Instagram
রবিবার জুহুর ওই পার্টিতে হাজির হন অনন্যা পান্ডে এবং আরিয়ান খান। শহরুখ-পুত্রের সঙ্গে বলিউড অভিনেত্রী কথা বলতে গেলে, তিনি সেখান থেকে সরে যান। এরপর ক্যামেরার ফ্ল্যাশসেখানে পড়তে শুরু করায়, অনন্যা পান্ডে পার্টি ছেড়ে গাড়িতে উঠে পড়েন। এমনকী গাড়িতে উঠে পাপারাৎজিকে দেখে হাত নাড়াতে দেখা যায় অনন্যা পান্ডেকে।