মুম্বই, ৩০ অগাস্ট: এবার ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বোন ইসাবেলার ( Isabelle Kaif) সঙ্গে পার্টি করতে দেখা গেল আরিয়ান খানকে। শাহরুখ-পুত্রের সঙ্গে ক্যাটরিনার বোনের পার্টির ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে আরিয়ান এবং ইসাবেলা কাইফের ছবি নিয়ে জোর গুঞ্জন শুরু হয় টিনসেল টাউনে। অভিনেত্রী শ্রুতি চৌহান নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরিয়ান খান এবং ইসাবেলা কাইফকে নিয়ে ছবি শেয়ার করেন।
দক্ষিণ মুম্বইতে অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনের পার্টিতে হাজির হন আরিয়ান খান (Aryan Khan) । সেই সঙ্গে ক্যাটরিনার বোন ইসাবেলা, টিভি অভিনেতা করণ টাকার সহ একাধিক জনপ্রিয় মুখ সেখানে হাজির হন। শ্রুতি চৌহানের জন্মদিনের পার্টিতে একেবারে সাদাসিধে পোশাকে হাজির হন আরিয়ান। অন্যদিকে ইসাবেলার পরণে ছিল কালো রঙের পোশাক।
প্রসঙ্গত রণবীর সিংয়ের 'গলি বয়ে' একটি ছোট চরিত্রে দেখা যায় শ্রুতি চৌহানকে। বর্তমানে মডেলিং এবং বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত শ্রুতি। বলিউডের উঠতি অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেই এবার ক্যাটরিনা কাইফের বোনের সঙ্গে দেখা যায় শাহরুখ পুত্রকে।
View this post on Instagram
মাদক মামলায় গ্রেফতারির পর বেশ কিছুদিন নিজেকে অন্তরালে রাখেন আরিয়ান খান। জামিনে মুক্তি পর এনসিবির চার্জশিট থেকে নাম বাদ পড়ে আরিয়ানের। এরপর থেকেই শাহরুখ-পুত্রকে ফের একটু একটু করে বন্ধুদের সঙ্গে দেখা যেতে শুরু করে।