Amrita Arora, Farhan Akhtar (Photo Credit: Instagram)

এবার ৪৫-এ পড়লেন অমৃতা অরোরা (Amrita Arora)। অমৃতার জন্মদিনের পার্টিতে হাজির হন এক ঝাঁক তারকা। মালাইকা অরোরা, অর্জুন কাপুর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, ফারহান আখতার, শিবানী দান্ডেকর-সহ একের পর এক তারকা অমৃতার জন্মদিনের পার্টিতে হাজির হন। অমৃতা অরোরার জন্মদিনের পার্টি শেষে সেখান থেকে মুখ ঢেকে বের হতে দেখা যায় এক সময়ের অভিনেত্রীকে। ফারহান আখতারের (Farhan Akhtar) কোটে মুখ ঢেকে বের হন অমৃতা অরোরা। যা দেখে নেটিজেনদের একাংশের ট্রোলের মুখে পড়েন একসময়ের অভিনেত্রী। এমনকী, 'অত্যধিক নেশার জেরেই' অমৃতা অরোরা, ফারহান আখতার মুখ ঢেকেছেন ক্যামেরার সামনে। এমনও মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের। দেখুন সেই ছবি...

 

 

View this post on Instagram