Amitabh Bachchan: মাত্র ৪ ঘণ্টার বিশ্রাম, ৭৮-এ 'ঘুম উড়ছে' অমিতাভ বচ্চনের
অমিতাভ বচ্চন, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৬ জুন: ঘুমনোর সময় পাচ্ছেন না। মাত্র ৪ ঘণ্টার কম সময় ঘুমনো জন্য পাচ্ছেন। ৭৮ বছর বয়সে অমিতাভ বচ্চন যেভাবে ঘুমনোর জন্য কম সময় পাচ্ছেন, তা শুনে চিন্তা বাড়ছে তাঁর অনুরাগীদের। কী হল বিগ বি-র যার জন্য এত কম সময় পাচ্ছেন তিনি ঘুমনোর জন্য! এমন প্রশ্ন যখন উঠতে শুরু করে, তখন বিষয়টি নিয়ে খোলসা করেন অমিতাভ (Amitabh Bachchan) নিজেই।

বিগ বি (Big B) জানান, বর্তমানে তিনি একের পর এক ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। কখনও রাত ২.৩০-এর সময় শ্যুটিং শেষ করছেন, আবার শুরু করে দিচ্ছেন অন্য শ্যুটিং ভোর ৬টায়। একের পর এক শ্য়ুটিং শিডিউল থাকায়, ৭৮ বছর বয়সেও বেজায় ব্যস্ত অমিতাভ বচ্চন। কোনওভাবে একটি শ্যুটিং শেষ করে ফের কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় শ্যুটিং শুরু করে দিতে হচ্ছে অমিতাভকে। ফলে ঘুমনো জন্যও সময় পাচ্ছেন না তিনি।

আরও পড়ুন: Delta Variant: ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা অত্যধিক, করোনা নিয়ে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জানা যাচ্ছে, কখনও সকাল ৭টা থেকে দুপুর ২টো থেকে শ্য়ুটিং করছেন অমিতাভ। আবার দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত চলছে তাঁর দ্বিতীয় শ্যুটিং। সবকিছু মিলিয়ে করোনা (Corona) থেকে সেরে ওঠার পর বর্তমানে একের পর এক শ্যুটিংয়ের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখছেন অমিতাভ বচ্চন।