Amitabh Bachchan Don Director Chandra Barot Dies (Photo Credits: X)

মুম্বই, ২০ জুলাইঃ প্রয়াত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কাল্ট ক্লাসিক ছবি ডন (Don) পরিচালক চন্দ্র বারোট (Chandra Barot)। ২০ জুলাই, রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৮৬। স্ত্রী দীপা বারোট পরিচালকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

টাইমস অফ ইন্ডিয়াকে দীপা জানান, গত সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সঙ্গে লড়াই করছিলেন চন্দ্র বারোট। ফুসফুসের রোগের চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। মৃত্যুর আগে, বারোট মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে চিকিৎসক মনীশ শেঠির চিকিৎসাধীন ছিলেন। এর আগে, তিনি জসলোক হাসপাতালে ভর্তি ছিলেন।

তানজানিয়া থেকে ভারতে আসেন বারোট

পরিচালক চন্দ্র বারোট আদতে তানজানিয়া বাসিন্দা। কিন্তু সেখানে জাতিগত বৈষম্যের শিকার হয়ে ভারতে চলে আসেন তিনি। এর পরপরই তিনি হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন। কেরিয়ারের শুরুতে অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের সহকারী পরিচালক হিসেবে তাঁর হাতেখড়ি হয়। সহকারী পরিচালক থেকে চন্দ্র বারোট হয়ে ওঠেন বলিউডের অন্যতম হট ছবি ডনের পরিচালক। বারোটের মারা যাওয়ার কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন মনোজ কুমারও।

ডন-এর পর আর সাফল্য জোটেনি

১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে 'ডন' (Don) ছবিটি তৈরি করেন বারোট। ছবিটি প্রথম সপ্তাহেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে এক মাসের মধ্যেই ডন জগৎ জোড়া সাফল্য পায় এবং সর্বকালের ব্লকবাস্টার ছবির তকমা ছিনিয়ে নেয়। আর এই ডন ছবির হাত ধরেই বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ইন্ডাস্ট্রিতে নিজের স্থান দৃঢ় করেন এবং ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের একজন হয়ে ওঠেন।

বাংলা ছবিও পরিচালনা করেছেন চন্দ্র বারোট। ১৯৮৯ সালে তিনি তৈরি করেছিলেন 'আশ্রিতা'। ডন ছাড়াও তিনি আরও দুটি হিন্দি ছবি পরিচালনা করেছিলেন। 'পেয়ার ভারা দিল' এবং 'হাম বাজা বাজা দেঙ্গে'। কিন্তু ডনের পর কোনটাই আর সাফল্যের মুখ দেখেনি।