মুম্বই, ১৫ সেপ্টেম্বর: ব্রক্ষ্মাস্ত্রের মুক্তির পরও প্রমোশনে ব্যস্ত রণবীর কীপুর এবং আলিয়া ভাট। ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশনের জন্য আলিয়া এবং রণবীর যখন বের হন, তখন স্বামীর চুল ঠিক করতে যান নায়িকা। কিন্তু আলিয়া চুল ঠিক করার আগেই মাথা ঝাঁকিয়ে সরিয়ে নেন রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশনের সময় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা দেখে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে।
রণবীরের ব্যবহার সব সময়ই অদ্ভুদ বলে কেউ মন্তব্য করেন। কেউ বলতে শুরু করেন, কেন আলিয়াকে চুল ঠিক করতে দিলেন না রণবীর! আবার কেউ কেউ রণবীরের পক্ষে যুক্ত দিয়ে মন্তব্য করেন। তাঁদের কথায়, পুরুষরা কখনওই মেয়েদের নিজেরেদের স্টাইল স্টেটমেন্টে হস্তক্ষেপ করতে দিতে চান না। মেয়েরা সব সময় তা নষ্ট করে দেবে, এমন আশঙ্কাতেই পুরুষরা এমন ব্যবহার করেন বলে মন্তব্য করেন অনেকে।
View this post on Instagram
সবকিছু মিলিয়ে ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশনের সময় ফের রণবীর, আলিয়ার ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।