মুম্বই, ২৭ জুন: সন্তানের নামের ট্যাটু তৈরি করবেন নিজের শরীরে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই বলতে শোনা যায় রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। বলিউড (Bollywood) অভিনেতার ওই মন্তব্যের পর এবার সুখবর দেন আলিয়া ভাট। অর্থাৎ শিগগিরই বাবা হতে চলেছেন, এমন ইঙ্গিত পাওয়ার পরই নিজের শরীরে প্রথম সন্তানের নাম ট্যাটু করাবেন বলে জানান আর কে।
গত ১৪ এপ্রিল আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুুর। পরিবার এবং একেবারে ঘনিষ্ঠদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রণবীর। বিয়ের পরপরই শ্যুটিং শুরু করে দেন রণবীর, আলিয়া। ফলে বলিউডের এই তারকা জুটি সেভাবে মধুচন্দ্রিমায় সময়ও কাটাতে পারেননি।
আরও পড়ুন: Alia Bhatt Pregnant: ছেলের বিয়ের আড়াই মাসেই সুখবর, মুখ খুললেন রণবীরের মা নীতু, ভাইরাল ভিডিয়ো
বিয়ের পর মুক্তি পায় রণবীর-আলিয়ার ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলার। ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলারের পর সম্প্রতি রণবীর কাপুরের সমশেরার ট্রেলারও প্রকাশ্যে আসে। সমশেরায় রণবীর কাপুরের শ্যেনদৃষ্টিতে কুপোকাত হয়ে যান তাঁর অসংখ্য অনুরাগী।