Akshay kumar (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি: ২০১৯ সালে ভারতীয় (Indian Passport) পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কিন্তু কোভিডের জন্য দেরি হয়ে যায়। এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই জানান অক্ষয় কুমার। আক্কি বলেন, ভারতীয় (India) সিনেমা জগত তাঁকে যা দিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। শুধু তাই নয়, ভারতীয় হওয়ার জন্য তিনি নিজেকে ধন্য বলে মনে করেন। এমনও বলতে শোনা যায় অক্ষয় কুমারকে (Akshay Kumar)।

আক্কি বলেন, ভারত তাঁর জন্য সবকিছু। ভারত তাঁকে যা দিয়েছে, যা করেছন তিনি, সবকিছুর জন্যই তিনি কৃতজ্ঞ। দেশের জন্য কিছু করার সুযোগ পেলে তিনি নিজেকে ধন্য বলে মনে করবেন বলেও জানান অক্ষয় কুমার। তবে তাঁর কানাডিয়ান পাসপোর্টের জন্য অনেক সময় মানুষ অনেক কিছু বলেন কিছু না জেনেই। তখন খারাপ লাগে বলেও মন্তব্য করেন আক্কি।

আরও পড়ুন: Akshay Kumar: 'ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের' জন্য RTO অফিসে অক্ষয় কুমার

প্রসঙ্গত ৯-এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত অক্ষয় কুমার নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে ধরে রেখেছেন। বলিউডের 'খিলাড়ি' বলা হয় তাঁকেই।