কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে একের পর এক চমক প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। ৭৮'তম কানের মঞ্চে প্রথম দিনে বেনারসি শাড়ির সঙ্গে সিঁথি ভর্তি সিঁদুরে লাল গালিচায় হেঁটেছেন তিনি। এবার কানে তাঁর দ্বিতীয় দিনে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন বচ্চন পরিবারের পুত্রবধূ। গীতার শ্লোক (Bhagavad Gita Shlok) খোদাই করা পোশাক পরে কানে নজর কাড়লেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)।
আরও পড়ুনঃ হোটেলের সিঁড়ির পথ আটকে পোশাক বিছিয়ে উর্বশীর ফটোশুট, ওঠানামা করতে গিয়ে বিব্রত অতিথিরা, দেখুন
কালো ঝলমলে গাউনে দ্বিতীয় দিনে কানের লাল গালিচা মুখরিত করেছেন বলি সুন্দরী। পোশাকশিল্পী গৌরব গুপ্তর নকশা করা পোশাকে পাশ্চাত্য এবং দেশিয় সংস্কৃতির ভরপুর ছোঁয়া ছিল। নায়িকার কালো গাউনের উপর চাপানো ছিল রূপোলী রঙের স্টোল। আর তাঁর উপরেই সংস্কৃতে হরফে গোটা গোটা করে লেখা গীতার শ্লোক, 'কর্ম করে যাও, ফলের আশা করো না'। বিশ্বমঞ্চে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির এমন অভূতপূর্ব পরিবেশনে নেটবাসী মুগ্ধ। শুরু তাই নয়, পশ্চিমী বিনোদন দুনিয়ার পাপারাজ্জিরাও বিশ্বসুন্দরীর লুকে মন্ত্রমুগ্ধ হয়েছেন।
কানে প্রাক্তন বিশ্বসুন্দরীর দ্বিতীয় লুকঃ
#VogueReports เก็บตกโมเมนต์ของ ‘Aishwarya Rai’ นักแสดงหญิงชาวอินเดียบนพรมแดงเมืองคานส์ ครั้งที่ 78 ประจำปี 2025 @Festival_Cannes โดยปรากฏตัวในชุดราตรีสีดำประดับเลื่อมสุดคลาสสิกของ Gaurav Guptaมาพร้อมผ้าคลุมสีงาช้างที่ช่วยเพิ่มเสน่ห์สไตล์ Old Hollywood เสริมให้ลุคดูโดดเด่น… pic.twitter.com/Vz6v1VipdA
— Vogue Thailand (@VogueThailand) May 23, 2025
কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival 2025) যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে ফ্রান্স গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এই বছর কানে তাঁর প্রথম উপস্থিতি ছিল বেনারসি শাড়িতে। পোশাকশিল্পী মণীশ মালহোত্রার সোনা এবং রুপোর জরি দিয়ে কারুকাজ করা বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে চুনি ও হিরের গয়না দিয়ে সেজেছিলেন। সে সঙ্গে তাঁর সিঁথির সিঁদুর বিশেষ করে চোখ টেনেছিল নেটবাসীর। এক কথায় কানের মঞ্চে তা ছিল এক বিরল সাজ। প্রথম দিনের রাজকীয় সাজের পর দ্বিতীয় দিনেও সকলকে চমকে দিলেন নায়িকা। গীতার শ্লোক খোদাই করা পোশাকে কানের লাল গালিচা