বিশাখাপত্তনম, ৮ জুন: অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটি প্রেক্ষাগৃহে চলবে আদিপুরুষ (Adipurush) । সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার অন্ধ্রপ্রদেশের প্রত্যেক সিনেমা হলে আদিপুরুষ চলবে বলে জানানো হয়। অন্ধ্রপ্রদেশের ফিল্ম প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের তরফে এই খবর ঘোষণার পর এবার ফের বিতর্ক শুরু হল। অন্ধ্রের যে সিনেমা হলগুলিতে আদিপুরুষ চলবে, সেখানে কোনও দলিতের প্রবেশাধিকার নেই বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়ে। যা নিয়ে বিতর্ক শুরু হলে, এবার অন্ধ্রপ্রদেশের পুলিশের তরফে মুখ খোলা হয়।
অন্ধ্রপ্রদেশের পুলিশের তরফে জানানো হয়, এই ধরনের কোনও সোশ্যাল মিডিয়া পোস্টের উপর কেউ বিশ্বাস করবেন না। এই সমস্ত পোস্টের কোনও সত্যতা নেই। অন্ধ্রপ্রদেশের যে সিনেমা হলগুলিতে আদিপুরুষ চলবে, সেখানে কোনও দলিত প্রবেশ করতে পারবেন না বলে যে পোস্ট ছড়ায়, তা অনর্থক। এগুলি প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে বলে সতর্কতা জারি করা হয় পুলিশের তরফে।
అందువల్ల ఈ పోస్టర్ను ఎవరు వైరల్ చేయవద్దని, ఇలాంటి ప్రచారానికి పాల్పడే వారిపై చట్ట ప్రకారం కఠినమైన చర్యలు తీసుకుంటామని తిరుపతి జిల్లా ఎస్పీ పి. పరమేశ్వర రెడ్డి హెచ్చరించారు.
— DD News Andhra (అధికారిక ఖాతా) (@DDNewsAndhra) June 8, 2023
পাশাপাশি এই ধরনের ভুয়ো পোস্ট যাঁরা ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয় অন্ধ্রপ্রদেশ পুলিশের তরফে।