Aamir Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ নভেম্বর: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 'লাল সিং চাড্ডা'।  'লাল সিং চাড্ডা' মুখ থুবড়ে পড়ার পর এবার কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন আমির খান (Aamir Khan)। প্রায় দেড় বছর আমির খান অভিনয় করবেন না। এই সময়ে তিনি শুধুমাত্র পরিবারকে সময় দিতে চান বলে জানান বলিউড অভিনেতা। পরিবারকে সময় দেওয়ার সময় আমির খান শুধুমাত্র প্রযোজনা করবেন বলে জানান। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে পরবর্তী ছবি 'চ্যাম্পয়নের' কাজ করা হচ্ছে। শুধুমাত্র আমিরের সংস্থা সেই কাজই করবে বলে জানানো হয়। সম্প্রতি আমির খান দিল্লিতে হাজির হন। দিল্লির একটি অনুষ্ঠানে হাজির হয়েই অভিনয় থেকে বিরতি নিয়ে পরিবারকে সময় দেবেন বলে জানা বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।

 

 

View this post on Instagram

 

করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) সঙ্গে লাল সিং চাড্ডায় স্ক্রিন শেয়ার করেন আমির খান। এই ছবিতে আমির খানের মায়ের ভূমিকায় দেখা যায় মোনা সিংকেও। তবে লাল সিং চাড্ডায় আমির-করিনা জুটি বাঁধলেও, তা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।