মুম্বই, ৩০ জুন: ফের ক্যামেরার সামনে সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) স্ত্রী আলিয়া (Aaliya Siddiqui )। একটি রিয়েলিটি শোয়ে হাজির হয়ে আলিয়া সিদ্দিকি বলেন, তিনি এখনও বলছেন, আগেও বলেছেন নওয়াজের কাছ থেকে কোনও আর্থিক সহযোগিতা তিনি চান না। শুধুমাত্র যে ঘর রয়েছে, তার অর্ধেকটা চান। কারণ ওই বাড়ির অর্ধেক তাঁর ছিল, বাকিটা ছিল নওয়াজের। সেই কারণে আলিয়া শুধুমাত্র সেই বাড়িটুকুই চান। তার বেশি কিছু নয়। ওই বাড়ির অংশ পেয়ে তিনি বিক্রি করে নিজের সমস্ত দেনা মেটাতে চান বলে ক্যামেরার সামনে মুখ খোলেন নওয়াজের স্ত্রী।
আলিয়া সিদ্দিকি আরও বলেন, বেঁচে আছেন, শ্বাস নিচছেন এই অনেকে। তাই জীবনে বেঁচে থাকলে, নিজেই সব করে নিতে পারবেন। তার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন নেই বলে জানান আলিয়া সিদ্দিকি।