দিল্লি, ১৬ অগাস্ট: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় এবার বড় স্বস্তি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। দিল্লি কোর্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে বিদেশ যাত্রার জন্য জ্যাকলিনকে আর আদালতের অনুমতি নিতে হবে না প্রত্যেকবার। বিদেশে গেলে, যাত্রার ৩ দিন আগে আদালত এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানালেই হবে। বিদেশ যাত্রার জন্য এবার থেকে আদালতের অনুমতি আর জ্যাকলিনকে নিতে হবে না বলে স্পষ্ট করা হয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের তরফে।
গত বছর নভেম্বর মাসে ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় নাম জড়ায় জ্যাকলিন ফার্নান্ডেজের। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বিলউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির নাম জড়ায়। যা নিয়ে শুরু হয়ে যায় জোর শোরগোল। দীর্ঘ প্রায় এ বছর পর ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় কিছুটা হলেও স্বস্তি পেলেন জ্যাকলিন।