Ranbir Kapoor, Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ মে: রণবীর কাপুর (Ranbir Kapoor) বিয়ে করুন দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। এমনই চাইতেন শাম্মি কাপুর। নাতি রণবীর যাতে দীপিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন, তেমন মনের ইচ্ছা ছিল শাম্মি কাপুরের। ২০১০ সালে শাম্মি কাপুরের দেওয়া এমনই একটি সাক্ষাৎকার থেকে বর্ষীয়ান অভিনেতার মনের ইচ্ছার কথা প্রকাশ্যে আসে। শাম্মি বলেছিলেন, রণবীর কে সুন্দর দেখতে। দীপিকাও সুন্দরী। রণবীর লম্বা, দীপিকার উচ্চাও তাঁর সমান। দুজনকে একসঙ্গে অত্যন্ত সুন্দর দেখায়। তাঁদের সময়ে এমন মেয়েরা ছিলেন না বলেও নাতির বিয়ে নিয়ে মন্তব্য করেন শাম্মি কাপুর।

বর্ষীয়ান অভিনেতার ওই সাক্ষাৎকারের পর আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়েছে। দীপিকা বিয়ে করেছেন রণবীর সিংকে। রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। দুজনই বর্তমানে সন্তানের মা-বাবা। তবে বিচ্ছেদ হলেও, রণবীর, দীপিকার সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক। তাই তাঁদের দেখা হলে, তাঁরা কখনও একে অপরের দিক থেকে মুখ ফেরান না। রণবীর, দীপিকার বিয়ের পর বহুদিন অতিবাহিত হওয়ার পর এবার সেই শাম্মি কাপুরের পুরনো সাক্ষাৎকার সামনে আসছে।

আরও পড়ুন: Alia Bhatt: বন্ধুর বিয়েতে 'দিল খুলে' নাচলেন আলিয়া ভাট, কানের পর 'হট লুকসে' নায়িকা, দেখুন ভিডিয়ো

বর্তমানে রণবীর কাপুর ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির লভ অ্যান্ড ওয়ার নিয়ে। অন্যদিকে দীপিকা পাড়ুকোন সবে সবে সঞ্জয় ভাঙ্গা রেড্ডির স্পিরিট থেকে নিজেকে সরিয়েছেন। ফলে তাঁকে নিয়েও এই মুহূর্তে বি টাউনে জোর চর্চা শুরু হয়েছে।