মুম্বই, ৩১ অক্টোবর: হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র (Dharmendra)। অসুস্থ হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Dharmendra Hospitalized) ভর্তি হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা। যে খবর প্রকাশ্য়ে আসতেই অভিনেতার অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সবে সবে প্রয়াত হয়েছেন সারাভাই ভার্সেস সারাভাই-খ্যাত অভিনেতা সতীশ শাহ। বলিউডের এই প্রথম সারির অভিনেতার মৃত্যুতে যখন অনুরাগীরা শোকাহত, সেই সময় ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে জোর চর্চা শুরু হয়েছে।
যদিও ধর্মেন্দ্রর পরিবারের তরফে জানানো হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিন্তার কিছু নেই। স্বাস্থ্য পরীক্ষার পর অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে দেওল পরিবারের তরফে জানানো হয়েছে।
শোলে, চুপকে চুপকে-র মত একাধিক স্মরণীয় ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র। যাঁর জাদু এখনও অব্যাহত। সেই বর্ষীয়ান অভিনেতার হাসপাতালে ভর্তির খবর নিয়ে অনুরাগীরা যে উদ্বেগে থাকবেন, তা বেশ স্পষ্ট।