Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ জুলাই: আসছে বিগ বস ১৯ (Bigg Boss 19)। জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের মূল আকর্ষণ সঞ্চালক হিসেবে সলমন খানের (Salman Khan) হাজিরা। তাই প্রতি সিজ়নে সলমন খান কার্যত আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেন। এবারও তার অন্যথা হয়নি। শোনা যাচ্ছে, বিগ বস ১৯-এর জন্য সলমন খান এবার ১৫০ কোটি নিচ্ছেন। তাহলে কি বিগ বস ১৭ এবং বিগ বস ১৮-র চেয়ে কম পারিশ্রমিক নিচ্ছেন সলমন খান? এমনই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই প্রথম বিগ বসের প্রত্যেকটি এপিসোড যেদিন ওটিটিতে সম্প্রচার হবে, ওই একই দিনে সেটি আবার টিভিতেও সম্প্রচারিত হবে। এই প্রথম ওটিটি এবং টিভির সম্প্রচারের দিন একই করা হচ্ছে। ফলে এই রিয়্য়ালিটি শো নিয়ে দর্শকের উত্তেজনা ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে।

সলমন খান নিজের সোশ্যাল হ্যান্ডেলেও এ বিষয়ে পোস্ট করেন...

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Tanushree Dutta Viral Video: হেনস্থার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় কান্না, তনুশ্রী দত্তের ভিডিয়ো দেখে চরম কটাক্ষ

বিগ বসের প্রমো শ্যুট 

শোনা যাচ্ছে, বিগ বস ১৯-এর প্রমো শ্যুট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিগ বস খাবরি নামের যে সোশ্যাল হ্যান্ডেল রয়েছে, সেখানে এই খবর প্রকাশ করা হয়েছে। ১৫ সপ্তাহের এই রিয়্যালিটি শো নিয়ে তাই দর্শকের উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

কারা থাকছেন এবারের বিগ বসে 

অপূর্বা মাখিজা, গৌরব তানেজা, ফয়সল শেখ, রাম কাপুর, ধীরজ ধুপর, পূরব ঝা-এর মত একাধিক নাম উঠে আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে, এই প্রতিযোগীরা এবার বিগ বস ১৯-এ থাকতে পারেন। তবে এখনও সঠিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। আর কিছুদিনের মধ্যেই এ বিষয়ে সমস্ত কিছু স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।