Abdu Rozik: বিয়ে করছেন আবদু রজিক, বিগ বস-খ্যাত গায়ক সাতপাকে বাঁধা পড়ছেন শারজার ১৯-এর কিশোরীর সঙ্গে
Abdu Rozik (Photo Crediit: Instagram)

বিয়ে  করছেন আবদু রজিক (Abdu Rozik )। বিগ বস ১৬ (Bigg Boss 16) খ্যাত এই প্রাক্তন প্রতিযোগী জীবনের অন্যতম সুন্দর অধ্যায় শুরু করতে চলেছেন বলে খবর। শারজার ১৯ বছরের কন্যা আমিরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আবদু রজিক। চলতি বছরের আগামী ৭ জুলাই শারজার বাসিন্দা ১৯ বছরের কিশোরী কন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন বিগ বস খ্যাত এই গায়ক। দুবাইয়ের শপিং মলে প্রথম আবদু রজিকের সঙ্গে পরিচয় হয় আমিরার।  সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত।

আবদু রজিক এবং আমিরা সম্পর্কে জড়ালেও, তা গোপণীয়তার মোড়কে যত্নে রাখা হয়। যতক্ষণ না পর্যন্ত সম্পর্ক পরিণতি পাচ্ছে,ততক্ষণ পর্যন্ত তাঁরা এ বিষয়ে কারও কাছে কোনও মন্তব্য করবেন না বলে কার্যত পণ করেন আবদু রজিক এবং আমিরা দুজনেই। সম্প্রতি আবদু রজিক বিয়ের কথা প্রকাশ্যে আনেন। আবদু রজিক এবং আমিরার বিয়েতে সলমন খান-সহ বিগ বসের কোনও প্রতিযোগী হাজির হচ্ছেন কি না, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।

দেখুন ট্য়ুইট...