
টানা কয়েকদিনের হামলা-পালটা হামলার পর শনিবার বিকেলে সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত এবং পাকিস্তান (India Pakistan Ceasefire)। তবে তার আগে পর্যন্ত দুই দেশের মধ্যে পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে উঠেছিল যে যুদ্ধ আসন্ন তা এক প্রকার ভেবেই নিয়েছিল দেশবাসী। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় পাক সেনাবাহিনীর গুলিবর্ষণ। বসতি এলাকায় ড্রোন, মিসাইল হামলা। পাকিস্তানি হামলা প্রতিহত করার পাশাপাশি কড়া জবাবও দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেশজুড়ে এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে থাইল্যান্ডে (Thailand) ছুটি কাটাতে গিয়ে কটাক্ষের মুখে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং (Bharti Singh)।
আরও পড়ুনঃ পাকিস্তানের হামলায় ধ্বংস ভারতের বিমানঘাঁটি? মিথ্যা তথ্য প্রচার পাক সেনা কর্তার, জানাল PIB
ব্যাংকক থেকে ভারতীর ভিডিওবার্তাঃ
পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) ভারতীর পরিবার থাকে। গত কয়েকদিনে ভারত ও পাকিস্তান সংঘর্ষ (India Pakistan Conflict) পরিস্থিতিতে অমৃতসরে বহু ড্রোন হামলা চালিয়েছে পাক সেনা (Pakistan Army)। সন্ধ্যে নামলেই ব্ল্যাকআউট করে দেওয়া হত এই শহরে। পরিবারকে এমন সঙ্কটের মাঝে রেখে ব্যাংককে (Bangkok) গিয়েছেন ভারতী। যা নিয়ে নেটবাসীর সমালোচনার মুখে পড়তে হয়েছে শিল্পীকে। অবশেষে ব্যাংকক যাত্রা নিয়ে মুখ খুললেন ভারতী। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, ব্যাংককে তিনি ঘুরতে আসেননি। নিজের কাজে এসেছেন।
ভারতী বলেন, দেশের সরকার এবং দেশের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। আর সেই ভরসাতেই তিনি কাজ করতে এসেছেন ব্যাংককে। তিন চার মাস আগেই এই কাজের জন্যে কথাবার্তা বলা ছিল। তাই শেষ মুহূর্তে এসে তা বাতিল করার পক্ষপাতী তিনি নন, জানালেন ভারতী।
কী বললেন শিল্পী, দেখুন
কর্মসূত্রে স্বামী সন্তান নিয়ে ভারতী সিং মুম্বইয়ে বসবাস করলেও তাঁর পরিবার থাকেন অমৃতসরে। ভারত-পাক সংঘর্ষে সীমান্ত শহর অমৃতস্বরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সেনা সেই প্রসঙ্গ তুলে কৌতুকশিল্পী বললেন, অমৃতসরে ড্রোন হামলার নানা ছবি তিনি দেখেছেন। যা দেখে তাঁর বুক কেঁপে উঠেছে। পরিবারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন তিনি। ভারতী আরও বলেন, এই কঠিন পরিস্থিতি তাঁর পরিবারের প্রতিটা সদস্য ভীষণ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছে।