![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/04/mnala-380x214.jpg)
টলিউডে কোনওরকমে দু একটা খুচরো সুযোগ পাওয়ার পরই বলিউডে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন আশুতোষ কলেজ থেকে সংস্কৃতে অনার্স নিয়ে পড়া অন্তরা বিশ্বাস (Antara Biswas)। তবে বলিউড (Bollywood) বি গ্রেড সিনেমায় ছাড়া সুযোগ মেলেনি। তাই কলকাতার মেয়ে অন্তরা পাড়ি জমালেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেখানে গিয়ে অন্তরা নাম বদলে হলেন মোনালিসা (Monalisa)।
![](http://dev-cmsbengali.letsly.in/wp-content/uploads/2019/04/kal.jpg)
ভোজপুরিতে গিয়ে পেলেন সেখানকার এক নম্বর নায়িকার শিরোপা। অন্তরার মোহজালে মগ্ন হল পুরো ভোজপুরি দর্শকরা। ভোজপুরিতে তাঁর তুমুল জনপ্রিয়তা খেয়াল করে মোনালিসাকে ডাকা হল বিগ বস (Big Boss)-শোয়ে। সেখানেও একেবারে সুপারহিট। যে বলিউড মোনালিসাকে জায়গা দেয়নি, সেখান থেকে বাঙালী সুন্দরী অভিনেত্রীর কাছ থেকে আসতে লাগল একের পর এক অফার।
এদিকে, 'হৈ চৈ' (Hoichoi) টিভি-র অরিজিন্যালে ঝুমা বৌদি-র চরিত্রে অভিনয় করে বাঙলায় জনপ্রিয়তায় পেলেন। সেই মোনালিসা এখন মুম্বইয়ে ছোট পর্দায় চুটিয়ে অভিনয় করছেন। মুম্বইয়ে কাজে ব্যস্ত থাকায় সেভাবে এখন ভোজপুরি সিনেমায় কাজ করছেন না। সোশ্যাল মিডিয়াতেও এখন বেশ জনপ্রিয়তা পেয়েছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় তাঁর খোলামেলা পোস্ট করা মোনালিসার ফ্য়ান বেস দিন দিন বাড়ছে। এদিকে, শোনা যাচ্ছে মোনালিসা ফের বলিউডে অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করতে চলেছেন। এর আগে বলিউডে 'আব বাস', 'তৌবা তৌবা' সহ নানা বি গ্রেড সিনেমায় অভিনয় করা মোনালিসা ফিরতে চলেছেন অ্যাডাল্ট সিনেমায়। সিরিয়ালের কাজে ব্যস্ত মোনালিসা অবশ্য এখনও বিষয়টা নিয়ে চূড়ান্ত কিছু জানাননি।