
ঢাকা, ২০ মে: জামিন পেলেন নুসরত ফারিয়া ( Nusraat Faria)। ২০ মে বাংলাদেশের (Bangladesh) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে জামিন পান অভিনেত্রী নুসরত। গ্রেফতারির পর ১৯ মে নুসরত ফারিয়াকে আদালতে তোলা হলে তিনি জামিন পাননি। ফলে ২০ মে ফের নুসরত ফারিয়ার জামিনের আবেদন করা হলে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।
গত ১৮ মে নুসরত ফারিয়াকে গ্রেফতার করা হয়। নুসরত যখন থাইল্যান্ডে যাচ্ছিলেন, সেই সময় ঢাকা বিমানবন্দর (Dhaka) থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। যা নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয় হইচই। যার আঁচ পড়ে পশ্চিমবঙ্গেও। নুসরত ফারিয়াকে পশ্চিমবঙ্গের কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা যায়। ফলে জয়া এহসান, রাফিয়াৎ রশিদ মিথিলা, বাঁধনদের মত নুসরত ফারিয়াও পশ্চিমবঙ্গের জনপ্রিয় মুখ। ফলে ফারিয়ার গ্রেফতারি নিয়ে এপার বাংলাতেও শুরু হয়ে যায় জোরদার আলোচনা।