
ঢাকা, ২৬ মে: হঠাৎ অসুস্থ হয়ে পড়েলন পরীমণি (Pori Moni)। আদালত চত্ত্বরে হাজির হতেই বাংলাদেশের (Bangladesh) এই জনপ্রিয় অভিনেত্রী সোমবার অসুস্থ হয়ে পড়েন বলে খবর। যার জেরে পরীমণিকে আর জেরা করা সম্ভব হয়নি বলে জানা যায়। প্রসঙ্গত ঢাকার বোট ক্লাবে মারধর এবং যৌন হেনস্থার অভিযোগের মামলায় সোমবার আদালতে হাজির হন পরীমণি। আর সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।
রিপোর্টে প্রকাশ, সোমবার সকাল ১১টায় আদালতে হাজির হন পরী। তবে সকালে আদালতে হাজির হলেও, শুরু হয়নি জেরা। বিকেল ৩টে থেকে জেরার সময় দেওয়া হলে, অভিনেত্রী গাড়িতেই বসেছিলেন। গাড়িতে বসে থাকার সময়ই পরীমণি অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এরপর সংশ্লিষ্ট মামলার তারিখ যাতে পিছিয়ে দেওয়া হয়, সে বিষয়ে আদালতের কাছে আবেদন জানান অভিনেত্রীর আইনজীবী।
যদিও পরীমণির তরফে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও করা হয়নি। আদালত থেকে ফেরার পর পরীমণি নিজের সোশ্যলা হ্যান্ডেলে সন্তানের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তিনি 'আমি ভাল আছি' বলে জানান।