নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা, আজ তাঁর ৩৯তম জন্মদিন। আয়ুষ্মান ১৯৮৪ সালে চণ্ডীগড়ে আজকের দিনে জন্মগ্রহণ করেন। বর্তমানে অভিনেতা 'ড্রিম গার্ল ২' সিনেমার জন্য শিরোনামে রয়েছেন, যা বিশ্বব্যাপী ১৩২ কোটি টাকা আয় করেছে। দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছে ছবিটি। আয়ুষ্মান (Ayushmann Khurrana) ২০১২ সালে সুপারহিট ছবি 'ভিকি ডোনার' দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। এই ছবিটি আসলে অভিনেতার বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি। তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি হলো -ভিকি ডোনার, বেবাকুফিয়া, দাম লাগাকে হাসো, বারেলি কি বরফি, মেরি পেয়ারি বিন্দু, শুভ মঙ্গল সাবধান, ড্রিম গার্ল, ড্রিম গার্ল-২, ইত্যাদি। অভিনেতার ঝুলিতে আছে একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও জাতীয় পুরস্কার। অভিনয় ছাড়া গান গাওয়া ও লেখালেখির কাজেও যুক্ত আয়ুষ্মান। অভিনেতার জন্মদিনে তাঁর বিশেষ কিছু ছবি দেখে নেওয়া যাক।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram