Zubeen Garg (Photo Credit: Instagram)

Zubeen Garg's Death State Mourning:অসমের গর্ব, অসমের কণ্ঠ তিনি। দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা ঘরের ছেলে জুবিন গর্গের আকস্মিক মৃত্য়ুতে শোকস্তব্ধ অসম। সিঙ্গাপুরে পারফম করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া ৫২ বছরের জুবিনকে নিয়ে অসমে শোকের জোয়ার চলছে। এরই মাঝে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসমে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন। আজ, শনিবার থেকে সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় শোকের কারণে অসমে সব ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি সব ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি এবং জনসমাগমে উদযাপন আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে সরকারের জরুরি পরিষেবা সংক্রান্ত কার্যক্রম, বিশেষত 'সেবা সপ্তাহ'-এর আওতায় চলা পরিষেবাগুলো স্বাভাবিকভাবেই চালু থাকবে।

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকছেই

এদিকে, জুবিন গর্গের রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। সিঙ্গাপুরে জুবিনের দেহের ময়নাতদন্ত শেষ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ময়নাতদন্তের রিপোর্টেই পরিষ্কার হয়ে যাবে তাঁর মৃত্যুর কারণ। অসম সরকার জুবিনের রহস্যমৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। যে ‘দ্য নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন, তার আয়োজক শ্যামকানু মাহান্তাকে ঘিরে বড় ধরনের সমালোচনা চলছে। জুবিনের মৃত্যুর তদন্ত নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্য পুলিশের ডিজিপিকে সমস্ত FIR সিআইডিতে হস্তান্তরের জন্য নির্দেশ দিয়েছেন।

দেখুন খবরটি

ইভেন্টের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রসঙ্গত, মাহান্তা এবং জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থের বিরুদ্ধে মৃত্যুর মামলায় একাধিক FIR দায়ের করা হয়েছে। মাহান্তা সিঙ্গাপুরে ‘দ্য নর্থইস্ট ফেস্টিভ্যাল’ আয়োজন করেছিলেন, যেখানে জুবিনকে আমন্ত্রণ জানানো হয়। জুবিনের ঘনিষ্ঠ সহযোগীরা মিডিয়াকে ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি উৎসবে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন না কারণ তার সিনেমার সঙ্গে সম্পর্কিত কিছু কাজ বাকি ছিল।