Asrani Passed Away. (Photo Credits:X)

Asrani Passes Away: দিওয়ালিতে নক্ষত্রপতন। বলিউডের তারকা অভিনেতা আসরানি প্রয়াত হলেন। আজ, সোমবার বিকেল ৪টে নাগাদ মুম্বাইয়ের আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিনে রোগে আক্রান্ত থাকা আসরানি আজ, সোমবার মুম্বইয়ে প্রয়াত হয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে মৃত্য়ুর পর রাত সাড়ে ৮টা নাগাদ আসরানির শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বইয়ের সান্তাক্রুজ সমাধিক্ষেত্রে। আসরানির পুরো নাম গোবর্ধন আসরানি। ১৯৪১ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান অসামান্য। ১৯৬৭ সালে 'হারে কাঁচ কি চুড়িয়ান' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর। ১৯৭৫ সালে শোলে সিনেমায় তাঁর কমেডি অভিনয় সবার মন জিতেছিল।

৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন আসরানি

পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি প্রায় ৩৫০টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'শোলে', 'হেরা ফেরি', 'চুপ চুপ কে', 'হালচাল' ও 'দেওয়ানে হুয়ে পাগল'। শুধু অভিনেতা হিসেবেই নয়, তিনি পরিচালক, প্রযোজক ও গায়ক হিসেবেও তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন। ১৯৭৭ সালে "চালা মুরারি হিরো বাননে" সিনেমা পরিচালনা করেন, যা ছিল তাঁর পরিচালিত প্রথম সিনেমা। এছাড়া "আলাপ" সিনেমায় গায়ক হিসেবেও তাঁর উপস্থিতি ছিল। তাঁর হাস্যরসাত্মক চরিত্র ও অভিনয়শৈলী দর্শকদের মনে চিরস্থায়ী স্থান করে নিয়েছে।

প্রয়াত আসরানি

শোকস্তব্ধ বলিউড

বলিউডের চিরকালীন হিট সিনেমা শোলে' (1975) সিনেমায়'কোকি' বা 'সর্দার কোকি' নামে পরিচিত একটি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করেছিলেন আসরানি '। আসরানির মৃত্য়ুতে শোকস্তব্ধ বলিউড। বলিউডের অভিনেতা, পরিচালকরা তাঁর মৃত্য়ুতে গভীর শোকপ্রকাশ করেছেন।