মুম্বই, ৫ জুলাইঃ অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানের মোহে মোহিত হন না এমন মানুষের সংখ্যা বিশ্ব ব্রহ্মাণ্ডে মেলা দুষ্কর। প্রেম, বিরহ, উল্লাস এমনকি ভক্তিগীতি - অরিজিতের কণ্ঠে সব গানই ভিন্নমাত্রা পায়। মুর্শিদাবাদ জিয়াগঞ্জের ছেলেটার গলার জাদুতে বুঁদ আসমুদ্র হিমাচল। অরিজিতের সাফল্য ধরাছোঁয়ার বাইরে। তাঁর জনপ্রিয়তা হলিউডের তাবড় শিল্পীদের পিছিনে ফেলে দিয়েছে। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে (Spotify) এই ভারতীয় গায়কই এখন বিশ্বের সেরা শিল্পী। ফলোয়ার সংখ্যার নিরিখে বিশ্বব্যাপী পপ তারকা টেলর সুইফট (Taylor Swift) এবং এড শিরানকে (Ed Sheeran) পেছনে ফেলে দিয়েছেন অরিজিৎ। ১৫১ মিলিয়ন ফলোয়ার নিয়ে স্পটিফাইতে বিশ্বের সেরা শিল্পীর তকমা পেয়েছেন তিনি। এমনকী কে-পপ ব্যান্ড বিটিএসের চেয়েও এগিয়ে রয়েছেন ভারতীয় শিল্পী।
হলিউডের তাবড় তারকাদের টেক্কা
মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে (Spotify) সর্বাধিক ফলোয়ার অর্জন করে বিশ্বের সেরা শিল্পীর এখন অরিজিৎ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন পপ গায়িকা টেলর সুইফট (Taylor Swift)। তাঁর ফলোয়ার সংখ্যা ১৩৯.৬ মিলিয়ন। তৃতীয় স্থানে এড শিরান (Ed Sheeran)। তাঁর স্পটিফাইতে তাঁর ফলোয়ার সংখ্যা ১২১ মিলিয়ন। ১১৪ মিলিয়ন ফলোয়ার নিয়ে, বিলি আইলিশ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।
বছরের পর বছর ধরে অরিজিতের গাওয়া 'চান্না মেরেয়া', 'রাবতা', 'কেশরিয়া', 'ফির লে আয়া দিল','অ্যায় দিল হ্যায় মুশকিল' সহ একাধিক গান সর্বাধিক স্ট্রিমিং হওয়া গানের তালিকায় জায়গা করে নিয়েছে।
২০১৯ সালে ভারতে এসেছে স্পটিফাই। এই প্ল্যাটফর্মে ছয় বছর সময় পার করেছেন ভারতের শিল্পীরা। তবে সেরা দশে একমাত্র ভারতীয় শিল্পী অরিজিৎ। সেই তালিকাতেই এবার শীর্ষে উঠেছেন তিনি। লিকার অন্যান্য ভারতীয়রা সঙ্গীতশিল্পীরা হলেন - এ আর রহমান, ১৪'তম স্থানে, ফলোয়ার ৬৫.৬ মিলিয়ন। প্রীতম ২১'তম স্থানে, ফলোয়ার ৫৩.৪ মিলিয়ন। নেহা কক্কর ২৫'তম স্থানে, ফলোয়ার ৪৮.৫ মিলিয়ন। এছাড়াও প্রয়াত সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার যথাক্রমে ২২ মিলিয়ন এবং ১৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে ১০০ তম এবং ১৪৪ তম স্থানে রয়েছেন।