রহমানকে নিয়ে চর্চা শুরু হয়েছে (ছবি ট্য়ুইটার)

চেন্নাই :  হিন্দি (Hindi) বলায় সঞ্চালককে ট্রোল করলেন এ আর রহমান (AR Rahman)। চেন্নাইতে (Chennai) রহমানের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

সম্প্রতি চেন্নাইতে একটি অনুষ্ঠানে হাজির হন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। নিজের একটি মিউজিক ভিডিয়ো প্রকাশের জন্যই অনুষ্ঠানে হাজির হন রহমান। সঙ্গীত পরিচালকের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির হন অভিনেতা এহান ভাটও।  রহমানের মিউজিক ভিডিয়ো দিয়েই অভিনয়ে পা রাখছেন এহান।

আরও পড়ুন  : WB Assembly Elections 2021 : শাড়ি পরে কয়লা খনিতে সায়নী, বিতর্কে তৃণমূলের তারকা প্রার্থী

মিউজিক ভিডিয়ো (Video) প্রকাশের ওই অনুষ্ঠানে হাজির হলে, তামিল ভাষায় রহমানকে স্বাগত জানান ওই সঞ্চালক। রহমানের পর এহানকে স্বাগত জানাতে গিয়ে হিন্দিতে কথা বলেন সংশ্লিষ্ট ব্যক্তি। ওই ঘটনার পরপরই মঞ্চ থেকে নেমে যান রহমান। যা দেখে অবাক হয়ে যান অনেকেই।

রহমানের ওই কীর্তি দেখে অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক। তিনি এহান নতুন অভিনেতা। সেই কারণে তাঁকে স্বাগত জানাতে হিন্দিতে কথা বলেন তিনি। পরে অবশ্য ফের মঞ্চে উঠে আসেন এ আর রহমান। তিনি বলেন, সঞ্চালকের সঙ্গে মজা করছিলেন তিনি। যদিও এ আর রহমান যতই মজা করুন না কেন, তাঁর ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে।