মুম্বই, ১ অগাস্ট: ভিকি জৈনের (Vicky Jain) জন্মদিন পালন করলেন অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। ভিকিকে জড়িয়ে ধরে, চুম্বন করে তাঁর জন্মদিন পালন করে অঙ্কিতা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অঙ্কিতা লোখন্ডে সেই ভিডিয়ো পোস্ট করেন। যেখানে জন্মদিনের অবসরে ভিকি জৈনের গলা জড়িয়ে ধরে তাঁকে আদর করতে দেখা যায় অঙ্কিতা লোখন্ডকে। শুধু তাই নয়, অঙ্কিতার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলেন ভিকি। তাই ভিকিকে ছাড়া তিনি অন্য কিছু ভাবতেও পারেন না বলে নিজের পোস্টে আদুরে পোস্ট লিখতে দেখা যায় অঙ্কিতা লোখন্ডেকে।
দেখুন কোন ভিডিয়ো পোস্ট করলেন অঙ্কিতা লোখন্ডে...
View this post on Instagram
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর অঙ্কিতা লোখন্ডে বারবার খবরের শিরোনামে আসতে শুরু করেন। সুশান্তের প্রাক্তন প্রেমিকা হিসেবে, প্রয়াত অভিনেতা কেমন ছিলেন, তা নিয়ে একাধিকবার মুখ খুলতে দেখা যায় অঙ্কিতাকে। সুশান্তের মৃত্য়ুর পর অঙ্কিতার বিভিন্ন ধরনের মন্তব্য নিয়ে জোরদার সমালোচনাও হয়। তবে কোনও কথাই তিনি গায়ে মাখেননি। উলটে সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়েই তাঁকে বিভিন্ন টক শোয়ে হাজির হতে দেখা যায়।
তবে অভিনেত্রীর পাশে সব সময় দেখা যায় ভিকি জৈনকে। ভিকি যেভাবে তাঁকে সব সময় সাহস জুগিয়েছেন, তার জেরেই তিনি সুশান্তের মৃত্যুর পর ভয়ডরহীনভাবে মুখ খুলতে পেরেছেন বলে জানান অঙ্কিতা।