Amitabh Bachchan Mother Pic Goes Viral (Photo Credit: Twitter)

এবার ভাইরাল হল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মা তেজি বচ্চনের (Teji Bachchan) ছবি৷  লাহোর কলেজে যখন পড়তেন তেজি বচ্চন, তাঁর সেই সময়কার ছবি ভাইরাল হয়৷  ১৯৩৭ সালে লাহোর কলেজে যে ড্রামাটিক সোসাইটি ছিল, সেখানেই দেখা যায় তেজি বচ্চনকে৷ পাকিস্তানের শাবহাত জাকারিয়া নামে এক মহিলা বিগ বি-র মায়ের পুরনো ছবি শেয়ার করেন৷ শাবহাত জাকারিয়া যে ছবি শেয়ার করেন তেজি বচ্চনের,সেখানে তাঁর সহপাঠীদের সঙ্গে দেখা যায় অমিতাভের মাকে৷ তেজি বচ্চনের ছবি শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়ভারত ভাগের পর কীভাবে দুই দেশের মানুষ পৃথক হয়ে যান, সে বিষয়েও মন্তব্য করেন পাকিস্তানের ওই মহিলা৷ যা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মত প্রকাশ করেন৷