Leonardo DiCaprio Birthday: টাইটানিকের জ্যাক থেকে ওয়াল স্ট্রিটের উলফ, লিওনার্দো এখন ৪৯-এর যুবক
Leonardo DiCaprio

এই তো সেদিনের কথা মনে হয়। একেবারে অল্প বয়সী, সবে গালে দাড়ি উঠেছে। টাইটানিক জাহাজে উঠে রাজকুমারী সুলভ রোজের প্রেমে পরা আর তারপর জাহাজডুবির মাঝে অমর প্রেমকাহিনি। হলিউডের বিখ্যাত নায়ক লিওনার্দো দ্য় ক্য়াপ্রিও-র কথা বললেই আম আবাঙালীর এই ছবিটাই ভেসে ওঠে। সেই লিওনার্দো দ্য ক্য়াপ্রি আজ, শনিবার ৪৯-এ পড়লেন। দেখতে দেখতে সেদিনের হ্যান্ডসাম যুবক পঞ্চাশে পা দিতে চলেছেন।

টাইটানিকের হিরো তাঁর ৩৩ বছরের অভিনয়ের কেরিয়ারে বহু স্মরণীয় কাজ করেছেন। 'ইনসেপসন' থেকে 'শাটার আইল্যান্ড', 'ক্যাচ মি ইফ ইউ ক্য়ান' থেকে 'ওয়ানস আপন আ টাইম ইন হলিউড', 'ডোন্ট লুক আপ'-এর মত সিনেমায় দুরন্ত অভিনয় করেছেন তিনি। তবে লিওনার্দোর সবচেয়ে স্মরণীয় কাজগুলি এসেছে- 'দ্য রেভেনান্ট' সিনেমায় হুগ গ্লাস, 'দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটে জর্ডন বেলফোর্ট-এর চরিত্রে অভিনয় করে। আর টাইটানিক, রোমিও জুলেয়ট, দ্য ডিপার্টেড-এর মত সিনেমায় তাঁর দুরন্ত অভিনয় তো আছেই। ২০১৫ সালে 'রেভেনান্ট' সিনেমায় দুরন্ত অভিনয়ের জন্য জেতেন অস্কার পুরস্কার।

দেখুন ভিডিয়ো

হলিউডের সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিচ্ছেন লিওনার্দো। চলতি বছর মার্টিন স্কোরসে পরিচালিত তাঁর সিনেমা 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার' মুন দর্শকদের মন জিতেছে। আসলে লিওনার্দো মানেই বক্স অফিসে মেগাহিট।