Ali Goni With Jasmine Bhasin (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষ্যে আলি গনি (Aly Goni) যখন প্রেমিকা জেসমিন ভাসিন এবং বন্ধু নিয়া শর্মার সঙ্গে হাজির হন, সেই সময় তাঁকে নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়। আলি কেন গণপতি বাপ্পা মৌরিয়া (Ganpati Bappa Morya)  বলেননি, তা  নিয়ে নানা জনে নানা প্রতিক্রিয়া দিতে শুরু করেন। জেসমিন ভাসিন (Jasmine Bhasin) এবং নিয়া শর্মা (Nia Sharma) যখন গণপতি বাপ্পা মৌরিয়া বলতে শুরু করেন, সেই সময় আলি কেন চুপ ছিলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। একের পর এক কটাক্ষ, সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের বক্তব্য সামনে আনলেন আলি গনি।

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা তথা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী বলেন, তিনি ভাবতেও পারেননি এসব বিষয়ে এমন বিতর্ক হবে। তাঁর ধর্মে মূর্তি পুজো নেই। কোনও পুজোর নিয়ম নেই। তাই তিনি চুপ করে ছিলেন। কোথায় কখন কী ধরনের ভুলভ্রানিত হয়ে যাবে, তা বুঝতে পারেননি। তাই তিনি চুপ করেছিলেন বলে জানান আলি গনি।

এমনকী পুজোর সময় তাঁর দ্বারা যাতে কোনও কিছু ভুল ভ্রান্তি না হয়, সেই খেয়াল সব সময় তাঁর মনে থাকে। তাই তিনি চুপ করে থাকেন। কিন্তু সেই বিষয়টি নিয়ে এমন কথাবার্তা হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান সেলিব্রিটি মাস্টার শেফের এই প্রতিযোগী।

শুনুন কী বললেন আলি গনি...

 

 

View this post on Instagram

 

বিতর্কটি আসলে কী?

গণেশ চতুর্থীতে প্রেমিকা জেসমিন ভাসিন এবং অভিনেত্রী নিয়া শর্মার সঙ্গে হাজির হন আলি গনি। জেসমিনএবং নিয়া যখন গণপতি মৌরিয়া বলতে শুরু করেন, সেই সময় আলি তা বলেননি। এমনকী প্রেমিকার আবেদনও নস্যাৎ করেন। যা নিয়ে শুরু হয় বিতর্ক।

আলি গনির ভিডিয়ো তুলে ধরে একের পর এক বিতর্ক সামনে আসতে শুরু করে...

 

জেসমিন আলিকে গণপতি বাপ্পা মৌরিয়া বলতে আবেদন করেন। কিন্তু আলি বার বার প্রত্যাখ্যান করেন। 'সেক্যুলারিজ়ম' সব সময় একদিকে হয় বলে কটাক্ষ করেন অনেকে।

দেখুন কীভাবে সমালোচনা শুরু হয় আলির...