হায়দরাবাদ, ১৩ ডিসেম্বর: সন্ধ্যা থিয়েটারে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অল্লু অর্জুনকে (Allu Arjun Arrested)। শুক্রবার অল্লু অর্জুনের বাড়ি থেকে তেলুগু সুপারস্টারকে গ্রেফতার করা হয়। অল্লু অর্জুনের গ্রেফতারির পর তাঁকে চিক্কাডপল্লী থানায় নিয়ে যাওয়া হয়। অভিনেতাকে থানায় নিয়ে যাওয়ার পরপরই সেখানে হাজির হন তাঁর শ্বশুরমশাই কাঞ্চারলা চন্দ্রশেখর রেড্ডি। থানায় হাজির হওয়ার মুখে অল্লু অর্জুনের শ্বশুরকে দেখে ঘিরে ধরেন সাংবাদিকরা। অভিনেতার শ্বশুরমশাই ঠাণ্ডা মাথায় সাংবাদিকদের সঙ্গে হাসি মুখে কথা বলেন।
গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু-এর (Pushpa 2) প্রিমিয়ার ছিল। সেখানে দমবন্ধ হয়ে মৃত্যু হয় বছর ৩৯-এর রেভতী নামে এক মহিলার। রেভতীর সঙ্গে তাঁর ছেলেও ছিল। রেভতীর ৮ বছরের ছেলেও অসুস্থ হয়ে পড়ে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার পরপরই অল্লু অর্জুন, তাঁর টিম এলং থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট মহিলার বাড়ির তরফে। চিক্কাডপল্লী থানায় দায়ের করা হয় অভিযোগ। ৪ ডিসেম্বরের ঘটনার জেরে শুক্রবার তেলুগু সুপারস্টারকে গ্রেফতার করে পুলিশ।