হায়দরাবাদ, ১৩ ডিসেম্বর: গ্রেফতার করা হল অল্লু অর্জুনকে (Allu Arjun Arrested)। সন্ধ্যা থিয়েটারের ঘটনার জেরে গ্রেফতার করা হয় তেলুগু সুপারস্টারকে। হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু-এর (Pushpa 2) প্রিমিয়ার চলাকালীন এক মহিলার মৃত্যু হয়। ওই মহিলার মৃত্যুর পর অল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। সন্ধ্যা থিয়েটারের ঘটনার জেরে এবার গ্রেফতার করা হয় সুপারস্টারকে। হায়দরাবাদ পুলিশের একটি দল অল্লু অর্জুনের বাড়িতে পৌঁছলে, তাঁদের সঙ্গে হাসি মুখে গাড়িতে উঠতে দেখা যায় অল্লুকে। গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু-এর প্রিমিয়ার ছিল। সেখানে দমবন্ধ হয়ে মৃত্যু হয় বছর ৩৯-এর রেভতী নামে এক মহিলার। রেভতীর সঙ্গে তাঁর ছেলেও ছিল। রেভতীর ৮ বছরের ছেলেও অসুস্থ হয়ে পড়ে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার পরপরই অল্লু অর্জুন, তাঁর টিম এলং থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট মহিলার বাড়ির তরফে। চিক্কাডপল্লী থানায় দায়ের করা হয় অভিযোগ।
এদিকে গত ৪ ডিসেম্বরের ঘটনার পর অল্লু অর্জুন হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর বিরুদ্ধে দয়ের করা অভিযোগ যাতে খারিজ করা হয়, সে বিষয়ে আদালতে আবেদন করেন। অভিনেতার আবেদনের ভিত্তিতে শিগগিরই আদালতে তার শুনানি হবে বলে খবর। তার আগেই তেলুগু সুপারস্টারের বাড়িতে পৌঁছে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
দেখুন গ্রেফতার করা হল অল্লু অর্জুনকে...
సంధ్య థియేటర్ ఘటన కేసులో అల్లు అర్జున్ అరెస్ట్ ..#alluarjun #pushpa2 #alluarjunarrest #tv9telugu #breakingnews pic.twitter.com/xbph6jYHGS
— TV9 Telugu (@TV9Telugu) December 13, 2024