বন্ধুর সঙ্গে আলানা

মুম্বই, ৩১ মার্চ : ইভর ম্যাককারির সঙ্গে গত বছর থেকে লিভ ইন শুরু করেন আলানা পান্ডে। মার্কিন মুলুকে বিশেষ বন্ধু ইভরের সঙ্গে লিভ ইন শুরু করার পর থেকে তাঁদের বিভিন্ন ছবি উঠে আসতে শুরু করে সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের (Ananya Panday) বোন আলানা।

তিনি বলেন, ইভরের সঙ্গে লিভ ইনের বিষয়ে তিনি যখন মাকে বলেন,সেই সময় বাড়ির প্রায় প্রত্যেকেই খুশি হন। বিশেষ করে তাঁর মা। মার্কিন মুলুকে (US) নিজে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন, সমস্ত খরচ নিজে করছেন, এর থেকে বেশি প্রাপ্তি আর কিছু হতে পারে না। তাই বিষয়টি নিয়ে তিনিও বেশ খুশি বলে জানান আলানা (Alanna Panday)।

আরও পড়ুন : Kareena Kapoor Khan : ওজন ঝরিয়ে প্রকাশ্যে করিনা, গ্ল্যামারে ঝলসে দিলেন নায়িকা

 

View this post on Instagram

 

প্রসঙ্গত চাঙ্কি পান্ডের ভাই চিক্কি পান্ডের মেয়ে হলেন আলানা। চাঙ্কি-কন্যা অনন্যার মতো অভিনয় নয়, আলানা নিজের কেরিয়ার গড়ে তুলতে শুরু করেছেন মডেলিংয়ের মাধ্যমে।

 

 

View this post on Instagram

 

এদিকে মডেলিংয়ের পাশাপাশি নিজেকে একজন ইউটিউবার হিসেবেও পরিচিত করেছেন আলানা পান্ডে। ফলে বন্ধু ইভরের সঙ্গে আলানার বিভিন্ন ছবি উঠে আসতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।