গাজিয়াবাদ, ৭ এপ্রিল: যত দিন যাচ্ছে, তত ঘণীভূত হচ্ছে ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের (Akanksha Dubey) মৃত্যুর রহস্য। আকাঙ্খা দুবের মৃত্যুর ঘটনায় পুলিশ এবার অভিযুক্ত গায়ক সমর সিংকে গ্রেফতার করল। গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় সমর সিংকে। আকাঙ্খার মা মধু দুবের অভিযোগের ভিত্তিতে সমর সিং এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন প্রয়াত অভিনেত্রীর ভক্তরা। সমর সিং এবং তাঁর ভাই আকাঙ্খাকে হেনস্থা করতেন বলে অভিযোগ। সম্প্রতি ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যুর পর থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে।
वाराणसी
अभिनेत्री आकांक्षा दुबे की आत्महत्या से जुड़ी बड़ी खबर
आरोपी सिंगर समर सिंह को गिरफ़्तार किया गया
सिंगर समर सिंह और उसके भाई पर प्रताड़ना के आरोप
आरोपी समर सिंह गाजियाबाद से हिरासत में लिया गया.#Varanasi pic.twitter.com/J0w0BVdPLR
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) April 7, 2023
আকাঙ্খা আত্যহত্যা করেছেন বলে প্রথমে জানানো হয় পুলিশের তরফে। এরপর আকাঙ্খা কব্জিতে গভীর ক্ষতর দেখা মেলে। অভিনেত্রীর পেটেও ২০ মিলিলিটার তরল মেলে। ওই তরল থেকেই আকাঙ্খার মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই তরল পান করতে আকাঙ্খাকে কে বাধ্য করেছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর।
মত্যুর আগেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে (Instagram) ভিডিয়ো শেয়ার করেন আকাঙ্খা দুবে। ভিডিয়ো শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই কীভাবে এই নির্মম পরিণতি হয়, সেই তদন্তই পুলিশ শুরু করেছে বলে খবর।
View this post on Instagram