Ajey: The Untold Story of a Yogi (Photo Credit: YouTube/Screengrab)

মুম্বই, ২ জুলাই: প্রকাশ্যে এল অজেয় দ্য আনটোল্ড স্টোরি অফ যোগী (Ajey: The Untold Story of a Yogi)। যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অনন্ত যোশী (Anant Joshi)। যাঁকে যোগীর ভূমিকায় দেখা যাবে। রয়েছেন অভিনেতা পরেশ রাওয়ালও (Paresh Rawal)। অজেয় দ্য আনটোল্ড স্টোরি অফ যোগীর টিজ়ার দেখে অনেকেই মনে করছেন, এই ছবি মূলত কোনও এক মুখ্যমন্ত্রীর চরিত্রের অনুকরণে তৈরি। অর্থাৎ উত্তরপ্রদেশের  (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চরিত্রের অনুকরণেই এই ছবির গল্প এগিয়েছে। এমনই মনে করছেন বহু মানুষ। যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) পদে বসার পর যোগী আদিত্যনাথের চরিত্রের ছবি ছবি গোটা দেশের মানুষ দেখেছেন, তার প্রতিচ্ছবি এই সিনেমায় টিজ়ারে উঠে এসেছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Paresh Rawal Returns to Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'তে ফিরছেন বাবুবাইয়া, সিলমোহর দিলেন নিজেই, আগামী বছরে শুরু হবে শুটিং

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর পদে বসে যোগী আদিত্যনাথ কীভাবে মাফিয়াদের শায়েস্তা করেছেন, সেই ছবির ঝলক মিলছে অজেয়-র টিজ়ারে। যা দেখে উচ্ছ্বসিত বহু মানুষ।

ফলে বলিউড অভিনেতা পরেশ রাওয়াল অজেয়-র টিজ়ার পোস্ট করতেই সেখানে বহু মানুষ মন্তব্য শুরু করেন। এমনকী যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশে 'স্বর্ণ যুগ' শুরু হয়েছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। সবকিছু মিলিয়ে অজেয় দ্য আনটোল্ড স্টোরি অফ যোগী-র টিজ়ার দেখে নানা মন্তব্য উঠে আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন অজেয় দ্য আনটোল্ড স্টোরি অফ যোগীর টিজ়ার...