মুম্বই, ৩০ জুনঃ 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3) ছেড়ে পরেশ রাওয়াল বেরিয়ে যেতেই ছবির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে। এই ছবির স্বত্ব কিনেছিলেন অক্ষয় কুমার। কিন্তু শেষ মুহূর্তে ছবি ছেড়ে বাবুভাইয়া বেরিয়ে যাওয়ার ঘোষণা করতেই চটেছিলেন খিলাড়ি। পরেশ রাওয়ালের বিরুদ্ধে 'চরম অপেশাদার আচরণের' অভিযোগ তুলে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ক্ষতিপূরণ হিসাবে ২৫ কোটি টাকা দাবিও করেলিছেন। হেরা ফেরি-র (Hera Pheri) ত্রয়ী জুটি ভাঙতেই মন ভেঙেছিল দর্শকদেরও। তবে এবার জানা যাচ্ছে, 'হেরা ফেরি ৩'তে শেষমেশ ফিরলেন বাবুভাইয়া। নিজের মুখেই সে কথা জানালেন তিনি।
'হেরা ফেরি ৩'তে ফিরছেন পরেশ রাওয়াল
হেরে ফেরি (Hera Pheri) ফ্র্যাঞ্চাইজি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার এক মাস পার হতে না হতেই ফের ছবির সঙ্গে জুড়লেন প্রবীণ অভিনেতা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে পরেশ জানান, 'বহু বছরের বন্ধু' অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির (Suniel Shetty) সঙ্গে ফের ছবিতে ফিরছেন তিনি।
প্রবীণ অভিনেতা বলেন, 'ছবিটির সঙ্গে যুক্ত সকলেই আরও বেশি করে পরিশ্রম করুক আমি চাই। দর্শকদের প্রতি এটা আমাদের দায়িত্ব। দর্শকরা আমাদের এত ভালোবাসা দিয়েছেন। আর সেই ভালোবাসাকে কখনই হালকাভাবে নেওয়া উচিৎ নয়। বরং আরও বেশি সচেতন হওয়া উচিৎ'।
হেরা ফেরি ৩-র পরিচালক প্রিয়দর্শন (Priyadarshan), সহ-অভিনেতা অক্ষয়, সুনীল এবং পরেশ সকলেই দীর্ঘ বছরের বন্ধু। তাই নিজেদের মধ্যেকার জটিলতা মিটিয়ে নিয়ে দর্শকদের জন্যে ফের একত্রিত হয়েছেন তাঁরা। 'হেরা ফেরি ৩'-এর শুটিং আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।