
মুম্বই, ১৩ মে: পাকিস্তানি অভিনেতাদের (Pakistani Actor) নিয়ে বড় পদক্ষেপ। এবার বলিউডের গান, পোস্টার কিংবা মিউজ়িক অ্যাপ থেকে সরানো হল ফাওয়াদ খান (Fawad Khan), মাহিরা খান (Mahira Khan), মাওরা হক্কানেদের ছবি। এবার থেকে বলিউডের কোনও কনটেন্টে পাকিস্তানি অভিনেতাদের দেখা যাবে না। সম্প্রতি 'সনম তেরি কসম' থেকে মাওরা হক্কানের ছবি সরানো হয়। অর্থাৎ 'সনম তেরি কসম'-এর দ্বিতীয় অংশ থেকে পাকিস্তানি অভিনেত্রীকে সরানো হয়েছে।
প্রসঙ্গত এই ছবিতে হর্ষবর্ধন রানের সঙ্গে ছিলেন মাওরা হক্কানে। এবার সিক্যুয়েলে কোনওভাবে পাক অভিনেত্রীকে রাখা হচ্ছে না বলে খবর। এরপরই ফাওয়াদ, মাহিরা, মাওরাদের বলিউডের সমস্ত পোস্টাJ, মিউজ়িক অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত পহেলগামে জঙ্গি হামলায় যখন পরপর ২৬ জনের মৃত্যু হয়, তারপরই কেন্দ্রের তরফে পাক অভিনেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও পাকিস্তানি কনটেন্ট যেমন ভারতে চলবে না বলে জানানো হয়, তেমনি কোনও গান বা মিউজ়িকে পাকিস্তানের চলবে না বলে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়। এরপরই মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হক্কানেদের সব জায়গা থেকে সরানো হয়।
পহেলগাম হামলার পর ফাওয়াদ খান এবং বাণী কাপুরের সিনেমা আবীর গুলাল মুক্তি পায়নি। পাক অভিনেতাদের কোনও সিনেমার সম্প্রচার ভারতের সিনেমা হলগুলি করবে না বলে জানানো হয়। এরপরই আবীর গুলাল-এর মুক্তি রদ করে দেওয়া হয় ভারতে।