Salman Khan, Salim Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ অক্টোবর: ধনতেরাসে (Dhanteras) নয়া গাড়ি কিনলেন সেলিম খান (Salim Khan)। যার মূল্য ১.৫৭ কোটি। দীপাবলির (Diwali 2024) আগে ধনতেরাসে বহুমূল্যের গাড়ি কিনলেন অভিনেতার বাবা। এমনই খবর মিলছে। সম্প্রতি সেলিম খানের ছেলে তথা বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan) ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। কখনও ইমেল করে আবার কখনও হুমকি ফোন করা হচ্ছে। কখনও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন খানকে হুমকি দেওয়া হচ্ছে। আবার কখনও বৃহৎ অঙ্কের টাকার দাবি করে অভিনেতাকে হুমকি দেওয়া হচ্ছে। এবার ২ কোটি টাকা দাবি করে সলমন খানকে হুমকি দেওয়া হয়েছে। এমনকী ওই টাকা না দিলে, সলমন খানের জীবন বিপন্ন হতে পারে বলেও দেওয়া হয় হুমকি। যে খবর মিলতেই ফের মুম্বই পুলিশের তরফে জোরদার তল্লাশি শুরু করা হয়।

আরও পড়ুন: Zeeshan Siddique Has Received Threat Call: বাবা সিদ্দিকির হত্যার পর ছেলে জিশানকে হুমকি, সলমনের নাম নিয়েও 'থ্রেট কল'

এদিকে

এমনকী সলমন খানকে যাঁরা সাহায্য করবেন, তাঁদেরও ফল ভুগতে হবে বলে সুর চড়ায় বিষ্ণোই গ্যাং। সম্প্রতি সলমন খান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে খুন করা হয়। প্রকাশ্যে হত্যা করা হয় মহারাষ্ট্রের বিধায়ককে। বাবা সিদ্দিকির হত্যার পর তাঁর ছেলে জিশান সিদ্দিকিকেও দেওয়া হয় হুমকি।