পার্ল ভি পুরি, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৫ জুন: অবশেষে জামিন পেলেন টেলিভশন অভিনেতা পার্ল ভি পুরি (Pearl V Puri)। শনিবার দুপুরে জামিন পান 'নাগিন থ্রি' অভিনেতা (Actor)।

সিরিয়ালে অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে এক নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পার্ল ভি পুরি। এমনই অভিযোগে শুক্রবার মুম্বই পুলিশ গ্রেফতার করে নাগিন থ্রি অভিনেতাকে। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।

শুক্রবার রাতে গ্রেফতারের পর পার্ল ভি পুরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পকসো আইনে দায়ের করা হয় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পার্ল ভি পুরির বিরুদ্ধে এই অভিযোগ বেশ পুরনো।

আরও পড়ুন: Pearl V Puri: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, 'নাগিন' অভিনেতা পার্ল ভি পুরিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

এদিকে পার্লের গ্রেফতারির পর সুর চড়াতে শুরু করেন অনিতা হাসনন্দানি, ক্রিস্টিল ডিসুজারা। পার্ল এই ধরনের কাজ করতেই পারেন না। সত্যিই অবশ্যই প্রকাশ পাবে বলে মন্তব্য করেন টেলি টাউনের একাধিক তারকা।

 

 

View this post on Instagram

 

অন্যদিকে পার্ল ভি পুরির জামিনের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি প্রকাশ করেন অভিনেত্রী করিশ্মা তান্না (Karishma Tanna)। এমনকী, 'সত্যমেব জয়তে' বলেও মন্তব্য করতে দেখা যায় করিশ্মা তান্নাকে।