পার্ল ভি পুরি, ছবি ট্যুইটার

মুম্বই, ৫ জুন: টেলিভিশন অভিনেতা পার্ল ভি পুরিকে (Pearl V Puri) গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police) । নাবালিকাকে ধর্ষণে অভিযোগ গ্রেফতার করা হয় বছর একত্রিশের নাগিন অভিনেতাকে। মুম্বইয়ের ওয়ালিভ পুলিশের তরফে গ্রেফতার করা হয় পার্ল ভি পুরিকে।

পার্ল ভি পুরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারা এবং পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এই অভিনেতাকে।

আরও পড়ুন: Yami Gautam: বিয়ে করলেন ইয়ামি গৌতম, প্রকাশ্যে ছবি

মুম্বই পুলিশের তরফে জানা যাচ্ছে, পার্ল ভি পুরির বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ বেশ পুরনো। সিরিয়ালে অভিনয়ের সুযোগ তৈরি দেবেন। এমন লোভ দেখিয়ে নাকি ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পার্ল ভি পুরি।

গত ৯ বছর ধরে মুম্বইয়ের (Mumbai) টেলি জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন পার্ল ভি পুরি। সম্প্রতি নাগিন থ্রি-তে অভিনয় করতে দেখা যায় তাঁকে।