করোনায় আক্রান্ত মানব গোহিল

মুম্বই, ১৩ এপ্রিল : করোনায় আক্রান্ত অভিনেতা মানব গোহিল (Manav Gohil)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর প্রকাশ করেন 'শাদি মুবারক খ্যাত' অভিনেতা। সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করেও শেষ পর্যন্ত কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মানব। তবে যাই হোক না কেন, বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন কোয়ারেন্টিনে। চিকিৎসকের (Doctor) পরামর্শ মতো চলছেন।

পাশাপাশি গত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যাতে পরীক্ষা করিয়ে নেন, সেই আবেদনও জানান মানব গোহিল।

আরও পড়ুন  :  Mandira Bedi : দত্তক কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, তেড়ে উঠলেন মন্দিরা বেদী

 

View this post on Instagram

 

বলিউডের (Bollywood) পাশাপাশি টেলি টাউনেও বাড়তে করোনা আক্রান্তের সংখ্যা। সম্প্রতি কোভিডে (COVID 19) আক্রান্ত হন অনুপমা খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। রূপালির পাশাপাশি অনুপমার আরও বেশ কয়েকজন অভিনেতা পরপর করোনায় আক্রান্ত হন বলে খবর।