Aadar Jain: করোনার মধ্যেই তারার সঙ্গে বাগদানের পরিকল্পনা করিনার ভাই আদরের?
তারা, আদর, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৪ মে: তারা তাঁর কাছে খুব স্পেশাল একজন মানুষ। বর্তমানে তাঁরা ভাল সময় কাটাচ্ছেন। একসঙ্গে বেড়ানো থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, সবকিছুতেই মেতে রয়েছেন তাঁরা। জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছেন দুজনে। এবার এমনই জানালেন আদর জৈন (Aadar Jain)। শুধু তাই নয়, তারার সঙ্গে যাতে শিগগির বাগদান সেরে ফেলা যায়, তার তোড়জোড় খুব শিগগিরই করা যায়, সে বিষয়েও প্রকাশ্যেই বলে ফেলেন করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) পিসতুতো ভাই।

'হ্যালো চার্লি' অভিনেতা আদর জানান, যে কোনও সময় তাঁরা বাগদান সেরে ফেলতে পারেন। তবে এই মহামারীর সময়ে কবে কীভাবে তাঁরা আংটি বদল সারবেন, সে বিষয়ে স্পষ্ট করে আদর কিছু জানাননি।

আরও পড়ুন: Covid 19: হাসপাতালে গেয়ে ওঠেন 'লভ ইউ জিন্দগি', কোভিড কাড়ল সেই তরুণীর প্রাণ

আদর এ বিষয়ে মুখ খুললেও, চুপ রয়েছেন তারা সুতারিয়া(Tara Sutaria)। তিনি বাগদান বা আংটি বদলের বিষয়ে কোনও মন্তব্যই করেননি প্রকাশ্যে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে মালদ্বীপে একসঙ্গে বেড়াতে যান আদর জৈন এবং তারা সুতারিয়া। দুজনকে একসঙ্গে বিভিন্ন ছবি শেয়ার করতেও দেখা যায়।