মুম্বইঃ এক জন নয়, দু জন নয়। ২৫ জন আইপিএস অফিসার এসে হাজির হলেন বলিউড অভিনেতা আমির খানের (Aamir Khan) বাসভবনে। ২৭ জুলাই, রবিবার ২৫ জন আইপিএস অফিসার অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর বান্দ্রার বাড়িতে আসেন। পুলিশ অফিসারদের গাড়ির কনভয়ে আমিরের বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চারিদিকে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। এত জন আইপিএস অফিসার হঠাৎ কী কারণে এসেছিলেন আমিরের বাড়িতে? কোন আইনি বিপত্তিতে জড়াননি তো অভিনেতা!
এই ঘটনা নিয়ে চর্চার মাঝে মুখ খুলেছেন অভিনেতার টিম। নিউজ১৮-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমিরের টিম জানিয়েছে, তাঁরা অভিনেতার বাসভবনে আইপিএস অফিসারদের হঠাৎ পরিদর্শনের কারণ সম্পর্কে নিশ্চিত নন। অভিনেতার সঙ্গে নিয়ে কথাবার্তা বলছেন তাঁরা।
অন্যদিকে, ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরের টিমের একজন সদস্য জানিয়েছেন, বর্তমান ব্যাচের আইপিএস প্রশিক্ষণার্থীরা অভিনেতার সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন। আমির তাঁদের অনুরোধ রেখেছেন এবং নিজের বাসভবনে অফিসারদের আমন্ত্রণ জানান।
সম্প্রতি অভিনেতা আমির খান জানান, আগামী ২৯ জুলাই তিনি বিশেষ কিছু ঘোষণা করতে চলেছেন। ঠিক এরপরেই ২৫ জন আইপিএস অফিসারের তাঁর বাড়িতে আসার ঘটনা গোটা বিষয়টিকে আরও রহস্যজনক করে তোলে।