মুম্বই, ৭ জুলাই: আসছে 'ধুরন্ধর' (Dhurandhar)। রণবীর সিংয়ের (Ranveer Singh) এই নয়া সিনেমা মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। এই সিনেমায় অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রণবীর সিং। শুনতে অবাক লাগলেও, রণবীর সিংয়ের চেয়ে প্রায় ২০ বছরের ছোট সারা অর্জুনের (Sara Arjun) সঙ্গে এই প্রথমবার জুটি বাঁধলেন অভিনেতা। যা নিয়ে বলিউড অভিনেতাকে বেশ কিছু কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয়। সারা অর্জুনের সঙ্গে রণবীর যখনই স্ক্রিন শেয়ার করেন, তার জেরে ধুরন্ধরের প্রথম ঝলক সামনে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
জানা যায়, সারা অর্জুন সেই অভিনেত্রী যাঁকে পন্নিয়িন সেলভানে দেখা যায়। মণি রত্নমের ওই ম্যাগনাস অপাসে দেখা যায় সারা অর্জুনকে। যে সিনেমা ৮০০ কোটির ব্যবসা করে। পন্নিয়িন সেলভানের পর সারা অর্জুনকে এবার দেখা যাবে বলিউডের এই স্পাই থ্রিলারে। যা নিয়ে দর্শকের মধ্যে শুরু হয়ে যায় জোর চর্চা।
২০০৫ সালে জন্ম সারা অর্জুনের। জন্মের পর মাত্র ২ বছর বয়স থেকে রপোলি পর্দার জগতে দেখা যেতে শুরু করে সারা অর্জুনকে। ২০১১ সালে তামিল ছবি ডেভিয়া থিরুমঙ্গলে দেখা যায় সারা অর্জুনকে। এরপর এক থি ডায়েন, সাইভম, ষাঁড় কী আঁখ-এর মত একাধিক ছবিতে দেখা যায় সারা অর্জুনকে।
এবার সারাকে দেখা যাচ্ছে ঊরির পরিচালক আদিত্য ধর-এর স্পাই থ্রিলার ধুরন্ধরে। যার প্রথম ঝলক সামনে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত রণবীর সিং এবং সারা অর্জুনের সঙ্গে ধুরন্ধরে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্তদের মত তুখোড় অভিনেতারা।