মুম্বই, ৭ জুলাইঃ প্রায় সতেরো বছর পর ফের পর্দায় ফিরছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। জোরকদমে শুরু হয়েছে 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২'-এর (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2) শুটিং। ২০০০ সালে একতা কাপুর পরিচালিত এই পারিবারিক ধারাবাহিক যখন প্রথম শুরু হয় অল্প দিনের মধ্যেই তা দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ধারাবাহিকের মুখ্য চরিত্র তুলসী ভিরানি ওরফে স্মৃতি ইরানি যেন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিল। ২০০০ সাল থেকে ২০০৮ সাল, টানা আট বছর চলেছিল জনপ্রিয় এই ধারাবাহিকটি। দর্শকদের জন্যেই আসছে ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি। 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২'-র ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকরা উচ্ছ্বসিত। তুলসী ভিরানির চরিত্রে আরও একবার প্রাণ সঞ্চার করতে চলেছেন স্মৃতি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষ সামনে এল তুলসী সাজে স্মৃতি ইরানির ফার্স্ট লুক।
২৫ বছরে কতটা বদলেছেন তুলসী?
সোমবার তুলসীর সাজে স্মৃতির লুক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। সামনে আঁচল করে পরেছেন গুজরাটি স্টাইলের শাড়ি। গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, দুহাত ভরে চুড়ি। তুলসীর এই লুক দর্শকদের মধ্যে উসকে দিয়েছে নিস্টালজিয়া।
তুলসী ভিরানির চরিত্রে স্মৃতি ইরানির লুক ফাঁস, দেখুন
View this post on Instagram
২০০০ সালের ৩ জুলাই 'কিঁউকি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকের প্রথম এপিসোড সম্প্রচারিত হয়েছিল। ২৫ বছর পর চলতি বছরের ৩ জুলাই ধারাবাহিকের 'রজত জয়ন্তী' উপলক্ষ্যে ওই দিনই দ্বিতীয় সিজিনের প্রথম পর্ব সম্প্রচারিত করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। পিছিয়ে গিয়েছে 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২ ধারাবাহিকের সম্প্রচার।